রমজানের সময় সূচি 2023 সালের রোজার ক্যালেন্ডার

আসসালামু আলাইকুম। যদি আপনি রমজানের সময় সূচি 2023 সালের রমজান মাসের রোজার ক্যালেন্ডার জানতে চান তাহলে এই পোস্টটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।

আজকের এই পোস্টটিতে আমরা রমজান মাসের সময় সূচি ২০২৩ সালের ক্যালেন্ডার সহ আলোচনা করব। কেননা এক বছর পর পর আসা রমজান মাসের ৩০টি রোজা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহে রমজান মাস মুসলমানদের জন্য পবিত্র একটি মাস।

মূলত আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় রোজা রাখার মাধ্যমে এই মাস আমরা পালন করে থাকি। তবে রোজা রাখার জন্য আমাদের নির্দিষ্ট সময়ে সেহেরী ও ইফতার করতে হয়। এর জন্যই রমজান মাসের ক্যালেন্ডার 2023 সালের সময় সূচি জানা দরকার।

আর এর জন্যই পাঠকদের সুবিধার্থে হাদিস ঘর ডটকম নিয়ে এসেছে রমজানের সময় সূচি 2023 সালের রমজান মাসের ক্যালেন্ডার সম্পর্কিত পোস্ট। যার মাধ্যমে আপনি সেহেরী ও ইফতারের সময় সূচির পাশাপাশি ২০২৩ সালে রোজা কত তারিখে শুরু হবে তা জানতে পারবেন।

তো চলুন শুরু করা যাক আজকের পোস্ট।

রোজা কত তারিখে শুরু হবে?

২০২৩ সালের পবিত্র রমজান মাসের প্রথম রোজা শুরু হবে ২৩ মার্চ এবং রোজা শেষ হবে ২১ এপ্রিল ২০২৩।

বিশেষ দ্রষ্টব্যঃ পবিত্র মাহে রমজান এর প্রথম রোজার তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল। তাই এই তারিখটি কম বেশি হতে পারে।

রমজানের সময় সূচি 2023 বাংলাদেশ

নিচে ২০২৩ সালের রমজান মাসের সময় সূচির ক্যালেন্ডার দিয়ে দেওয়া হল। যেহেতু ঢাকা বাংলাদেশের রাজধানী। তাই প্রতিবারই রোজার ক্যালেন্ডার ঢাকার সময় অনুযায়ী তৈরি করা হয়।

তবে অন্যান্য জেলার সেহেরী ও ইফতারের সময় সূচি জানতে এই ক্যালেন্ডার এর সাথে কিছু মিনিট যোগ বিয়োগ করতে হয়। এটি কিভাবে করতে হবে সেটার নিয়ম নিচে তুলে ধরা হয়েছে।

রহমতের ১০ দিন রমজান মাসের ক্যালেন্ডার ২০২৩

রমজানতারিখবারসেহেরী শেষ সময়ইফতার সময়
২৩ মার্চবৃহস্পতিবার৪:৩৯৬:১৪
২৪ মার্চশুক্রবার৪:৩৮৬:১৪
২৫ মার্চশনিবার৪:৩৭৬:১৪
২৬ মার্চরবিবার৪:৩৬৬:১৫
২৭ মার্চসোমবার৪:৩৫৬:১৫
২৮ মার্চমঙ্গলবার৪:৩৪৬:১৬
২৯ মার্চবুধবার৪:৩২৬:১৬
৩০ মার্চবৃহস্পতিবার৪:৩১৬:১৭
৩১ মার্চশুক্রবার৪:৩০৬ঃ:১৭
১০১ এপ্রিলশনিবার৪:২৯৬:১৮

মাগফিরাতের ১০ দিন রমজানের সময় সূচি ২০২৩

রমজানতারিখবারসেহেরী শেষ সময়ইফতার সময়
১১২ এপ্রিলরবিবার৪:২৮৬:১৮
১২৩ এপ্রিলসোমবার৪:২৭৬:১৯
১৩৪ এপ্রিলমঙ্গলবার৪:২৬৬:১৯
১৪৫ এপ্রিলবুধবার৪:২৫৬:২০
১৫৬ এপ্রিলবৃহস্পতিবার৪:২৪৬:২০
১৬৭ এপ্রিলশুক্রবার৪:২৩৬:২১
১৭৮ এপ্রিলশনিবার৪:২২৬:২১
১৮৯ এপ্রিলরবিবার৪:২১৬:২২
১৯১০ এপ্রিলসোমবার৪:২০৬:২২
২০১১ এপ্রিলমঙ্গলবার৪:১৯৬:২২

নাজাতের ১০ দিন রমজান মাসের সময়সূচি 2023

রমজানতারিখবারসেহেরী শেষ সময়ইফতার সময়
২১১২ এপ্রিলবুধবার৪:১৮৬:২৩
২২১৩ এপ্রিলবৃহস্পতিবার৪:১৬৬:২৩
২৩১৪ এপ্রিলশুক্রবার৪:১৫৬:২৩
২৪১৫ এপ্রিলশনিবার৪:১৪৬:২৪
২৫১৬ এপ্রিলরবিবার৪:১৩৬:২৪
২৬১৭ এপ্রিলসোমবার৪:১২৬:২৪
২৭১৮ এপ্রিলমঙ্গলবার৪:১১৬:২৫
২৮১৯ এপ্রিলবুধবার৪:১০৬:২৫
২৯২০ এপ্রিলবৃহস্পতিবার৪:০৯৬:২৬
৩০২১ এপ্রিলশুক্রবার৪:০৮৬:২৬

আপনার জেলার ২০২৩ রমজানের সময় সূচি জানুন

সেহেরীর সময় সূচি ২০২৩

উপরের দেওয়া রমজান মাসের সেহেরী সময় সূচি যেহেতু ঢাকা বিভাগের অনুযায়ী তৈরি করা। তাই যদি আপনি আপনার জেলার সেহেরী সময় সূচি জানতে চান তাহলে নিচে দেওয়া নির্দিষ্ট জেলা ভিত্তিক অতিরিক্ত মিনিট (+) যোগ (—) বিয়োগ করার মাধ্যমে জানতে পারবেন।

যেসব জেলায় নির্দিষ্ট মিনিট ঢাকা সময়ের সাথে (+) যোগ করতে হবেঃ

নিলফামারী, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, পঞ্চগড়, বগুড়া’র সেহেরীর সময় সূচি হলো = ঢাকার সেহেরীর সময় (+) যোগ ১ মিনিট।

দিনাজপুর, বরিশাল, ভোলা, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, জয়পুরহাট, ঠাকুরগাঁও এর সেহেরীর সময় সূচি হলো = ঢাকার সেহেরীর সময় (+) যোগ ২ মিনিট।

নওগা, ঝালকাটি’র সেহেরীর সময় সূচি হলো = ঢাকার সেহেরীর সময় (+) যোগ ৩ মিনিট।

নাটোর, পাবনা, রাজবাড়ি, মাগুরা পটোয়াখালি, গোপালগঞ্জ এর সেহেরীর সময় হলো = ঢাকার সেহেরীর সময় (+) যোগ ৪ মিনিট।

রাজশাহী, কুষ্টিয়া, বরগুনা, নড়াইল, বাগেরহাট, ঝিনাইদহ এর সেহেরীর সময় সূচি হলো = ঢাকার সেহেরী সময় (+) যোগ ৫ মিনিট।

খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, পিরোজপুর, চাপাইনবাবগঞ্জ মেহেরপুর, সাতক্ষীরা’র সেহেরীর সময় সূচি হলো = ঢাকার সেহেরীর সময় (+) যোগ ৬ মিনিট।

মেহেরপুর, সাতক্ষীরা’র সেহেরীর সময় সূচি হলো = ঢাকার সেহেরী সময় (+) যোগ ৭ মিনিট।

যেসব জেলায় নির্দিষ্ট মিনিট ঢাকা সময়ের সাথে (—) বিয়োগ করতে হবেঃ

রংপুর, গাজীপুর, গাইবান্ধা, নোয়াখালী, কক্সবাজার এর সেহেরীর সময় সূচি হলো = ঢাকার সেহেরী সময় (—) বিয়োগ ১ মিনিট।

চট্টগ্রাম, কুড়িগ্রাম, শেরপুর, লালমনিরহাট, নরসিংদী, জামালপুর এর সেহেরীর সময় সূচি হলো = ঢাকার সেহেরী সময় (—) বিয়োগ ২ মিনিট।

ময়মনসিংহ, কুমিল্লা, কিশোরগঞ্জ, ফেনী’র সেহেরীর সময় সূচি হলো = ঢাকার সেহেরী সময় (—) বিয়োগ ৩ মিনিট।

নেত্রকোনা, বি.বাড়িয়া, রাঙামাটি, বান্দরবন এর সেহেরীর সময় সূচি হলো = ঢাকার সেহেরী সময় (—) বিয়োগ ৪ মিনিট।

খাগড়াছড়ি, হবিগঞ্জ এর সেহেরীর সময় সূচি হলো = ঢাকার সেহেরী সময় (—) বিয়োগ ৬ মিনিট।

সুনামগঞ্জ, মৌলভীবাজার এর সেহেরীর সময় সূচি হলো = ঢাকার সেহেরী সময় (—) বিয়োগ ৮ মিনিট।

সিলেট এর সেহেরীর সময় সূচি হলো = ঢাকার সেহেরী সময় (—) বিয়োগ ৯ মিনিট।

ইফতারের সময় সূচি ২০২৩

উপরের দেওয়া রমজান মাসের ইফতারের সময় সূচি যেহেতু ঢাকা বিভাগের অনুযায়ী তৈরি করা। তাই যদি আপনি আপনার জেলার ইফতারের সময় সূচি জানতে চান তাহলে নিচে দেওয়া নির্দিষ্ট জেলা ভিত্তিক অতিরিক্ত মিনিট (+) যোগ (—) বিয়োগ করার মাধ্যমে জানতে পারবেন।

যেসব জেলায় নির্দিষ্ট মিনিট ঢাকা সময়ের সাথে (+) যোগ করতে হবেঃ

ময়মনসিংহ, গোপালগঞ্জ, বাগেরহাট এর ইফতারের সময় সূচি হলো = ঢাকার ইফতার সময় (+) যোগ ১ মিনিট।

খুলনা, টাঙ্গাইল, নড়াইল, মানিকগঞ্জ, ফরিদপুর এর ইফতারের সময় সূচি হলো = ঢাকার ইফতার সময় (+) যোগ ২ মিনিট।

শেরপুর, মাগুরা, জামালপুর এর ইফতারের সময় সূচি হলো = ঢাকার ইফতার সময় (+) যোগ ৩ মিনিট।

যশোর, সাতক্ষীরা, রাজবাড়ি, সিরাজগঞ্জ এর ইফতারের সময় সূচি হলো = ঢাকার ইফতার সময় (+) যোগ ৪ মিনিট।

পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ এর ইফতারের সময় সূচি হলো = ঢাকার ইফতার সময় (+) যোগ ৫ মিনিট।

বগুড়া, চুয়াডাঙ্গা, গাইবান্ধা, মেহেরপুর এর ইফতারের সময় সূচি হলো = ঢাকার ইফতার সময় (+) যোগ ৬ মিনিট।

রাজশাহী, নাটোর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, লালমনিরহাট এর ইফতারের সময় সূচি হলো = ঢাকার ইফতার সময় (+) যোগ ৮ মিনিট।

নীলফামারী, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জ এর ইফতারের সময় সূচি হলো = ঢাকার ইফতার সময় (+) যোগ ১০ মিনিট।

পঞ্চগড়, ঠাকুরগাঁও এর ইফতারের সময় সূচি হলো = ঢাকার ইফতার সময় (+) যোগ ১২ মিনিট।

যেসব জেলায় নির্দিষ্ট মিনিট ঢাকা সময়ের সাথে (—) বিয়োগ করতে হবেঃ

কিশোরগঞ্জ, নারায়নগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, বালকাঠি এর ইফতারের সময় সূচি হলো = ঢাকার ইফতার সময় (—) বিয়োগ ১ মিনিট।

বরিশাল, পটুয়াখালী, বরগুনা, সুনামগঞ্জ, চাঁদপুর এর ইফতারের সময় সূচি হলো = ঢাকার ইফতার সময় (—) বিয়োগ ২ মিনিট।

বি বাড়িয়া, লক্ষীপুর, ভোলা, হবিগঞ্জ এর ইফতারের সময় সূচি হলো = ঢাকার ইফতার সময় (—) বিয়োগ ৩ মিনিট।

সিলেট, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার এর ইফতারের সময় সূচি হলো = ঢাকার ইফতার সময় (—) বিয়োগ ৪ মিনিট।

ফেনী’র ইফতারের সময় সূচি হলো = ঢাকার ইফতার সময় (—) বিয়োগ ৫ মিনিট।

চট্টগ্রাম, খাগড়াছড়ি’র ইফতারের সময় সূচি হলো = ঢাকার ইফতার সময় (—) বিয়োগ ৮ মিনিট।

রাঙামাটি’র ইফতারের সময় সূচি হলো = ঢাকার ইফতার সময় (—) বিয়োগ ৯ মিনিট।

বান্দরবান, কক্সবাজার এর ইফতারের সময় সূচি হলো = ঢাকার ইফতার সময় (—) বিয়োগ ১০ মিনিট।

রমজান মাসের ক্যালেন্ডার ২০২৩ ইসলামিক ফাউন্ডেশন

অনেকেই ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত রমজান মাসের অরিজিনাল ক্যালেন্ডারটি খুজে থাকে। তাদের জন্য নিচে রমজান মাসের ক্যালেন্ডার ২০২৩ ইসলামিক ফাউন্ডেশন এর ক্যালেন্ডার ছবি দেওয়া হলোঃ

রমজান মাসের ক্যালেন্ডার ২০২৩ ইসলামিক ফাউন্ডেশন
রোজার ক্যালেন্ডারঃ ইসলামিক ফাউন্ডেশন

2023 সালে রোজা কি মাসে?

2023 সালে রোজা মার্চ মাসে।

রমজানের রোজা কত হিজরীতে ফরজ হয়েছে?

রমজান মাসের রোজা ২য় হিজরি শাবান মাসে ফরজ হয়।

আমাদের শেষ কথা

আজকের এই পোস্টটিতে আমরা রমজানের সময় সূচি 2023 সালের রোজার ক্যালেন্ডার ইসলামিক ফাউন্ডেশন থেকে সংগ্রহ করে আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করি আজকের এই পোস্টটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে আমাদের উৎসাহিত করতে পারেন। পোস্ট সম্পর্কিত যেকোনো প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।

সবশেষে একটা কথাই বলতে চাই। বছরে একবারই রমজান মাস আসে। তাই আমরা সবাই রমজান মাসের ৩০টি রোজা রাখতে চেষ্টা করব। পবিত্র এই মাহে রমজান মাসে গুনাহ করা থেকে বিরত থাকবো, ইনশাআল্লাহ।

এই পোস্টের ২০২৩ সালের রমজানের সময় সূচি ইসলামিক ফাউন্ডেশন (islamicfoundation.gov.bd) থেকে সংগৃহীত।

ভালো লাগলে শেয়ার করুন:

মন্তব্য করুন:

Scroll to Top