বৃষ্টির জন্য দোয়া করেছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বৃষ্টি শুরু হয়েছিল সাথে সাথেই!
আসুন আজকে আমরা জানবো দোয়াটি কী।
আরও পড়ুন: ইসলামে স্বামী-স্ত্রী সহবাসের সম্পূর্ণ নিয়ম ও পদ্ধতি!
হযরত জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে প্রিয় নবিজির কাছে এক ব্যক্তি এসেছেন ক্রন্দনরত অবস্থায় বৃষ্টি না হওয়ার দরুণ।অতঃপর তা দেখে নিম্নোক্ত দোয়াটি করলেন আমাদের প্রিয় রাসুল (সা.),
আল্লাহুম্মাসক্বিনা গাইছান মুগিছান মারিয়ান মারিআন নাফিআন গাইরা দাররিন আঝেলান গাইরা আঝেলিন।’
অর্থ:~ “হে আল্লাহ! আমাদের দেরীতে নয় বরং অতি তাড়াতাড়ি ক্ষতিহীন-কল্যাণময়, তুষ্টিদায়ক, সজীবতা দানকারী, মুষলধারাতে বৃষ্টি বর্ষণ করো।”
বর্ণিত আছে যে, এরপর তাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় (এবং সাথে সাথেই বৃষ্টি শুরু হয়)। ( আবু দাউদ-১১৬৯, ইবনু খুযাইমা- ১৪১৬, মেশকাত- ১৫০৭)
অন্য বর্ণনামতে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এক বেদুঈন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এসে আর্জি পেশ করেন এই মর্মে যে, হে আল্লাহর রাসুল!
আমি অবশ্যই এমন একটি সম্প্রদায় হতে আপনার কাছে এসেছি, যাদের রাখালদের পর্যাপ্ত খাবারের সংস্থান নেই, এমনকি তারা তাদের চতুষ্পদ জীবের বেঁচে থাকার আশাও পরিত্যাগ করেছে।
অতঃপর তিনি (নবিজি) নামাজ পড়ার পরে মিম্বারে উঠে আল্লাহ্র প্রশংসা করলেন এবং এরপর ( বৃষ্টির জন্য দোয়া ) করলেন,
উচ্চারণ: ‘আল্লাহুম্মাসক্বিনা গাইছান মুগিছান মারিয়ান ত্ববাকান মারআন গাদাক্বান আঝেলান গাইরা রায়িছিন।’
অর্থ: ‘হে আল্লাহ! আমাদের সাহায্যকারী বৃষ্টির পানি দান করুন যা সুপেয়, পর্যাপ্ত, ফসল উৎপাদক, প্রচুর, অবলম্বনে (দ্রুত), বিলম্বে নয় (দেরীতে নয়)।’
এরপর তিনি মিম্বার হতে নেমে এলেন। এরপর যে সকল লোকই তাঁর কাছে এসেছে তারাই বলেছে যে, আমাদের এখানে যথেষ্ট বৃষ্টি হয়েছে।’ (ইবনে মাজাহ ১২৭০)
সুতরাং হে প্রিয় মুমিন ভাইগন, অনাবৃষ্টিতে নামাজ পড়ে উপরোল্লিখিত দোয়া পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা।
নিশ্চয় আশা করা যায় যে, আল্লাহ দোয়া কবুল করবেন এবং বৃষ্টি দান করবেন।
ইসলামে বৃষ্টির জন্য দোয়া সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হলো।
আপনাদের কোন প্রশ্ন কিংবা কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে সেটি বলতে পারেন। Hadithghor এর সাথে থাকুন।আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীন ও ঈমান ঠিক রাখার তৌফিক দান করুন। আমীন 🤲🏻