আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আশা করি ভালো আছেন। ইসলামে দ্রুত ধনী হওয়ার আমল নিয়ে আজকের লেখাটি। আজকের লেখায় আজ আপনারা খুঁজে পাবেন ইসলামের আলোকে দ্রুত ধনী হওয়ার উপায়।
ধনী হওয়ার আমল পালন করতে হলে আপনার যাপন করতে হবে সম্পূর্ণ ইসলামিক জীবন। রহমত যে কিভাবে আসবে আপনি বুঝতেও পারবেন না। হতাশ হবেন না প্রিয় ভাই। মনে রাখবেন, আল্লাহ তার সৎ বান্দাকে কখনো নিরাশ করেন না।
মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে সৎভাবে কঠোর পরিশ্রম করবেন। একই সাথে নিচে দেয়া ইসলামে দ্রুত ধনী হওয়ার আমল গুলো পালন করবেন। আসুন তাহলে শুরু করা যাক।
৪০ দিনে ধনী হওয়ার আমল (১)
প্রথমেই শুরু করছি মাত্র ৪০ দিনে ধনী হওয়ার আমল দিয়ে।দ্রুত ধনী হওয়ার আমল সমূহের মধ্যে এটা অন্যতম। এটি একটি পরীক্ষিত এবং অত্যন্ত শক্তিশালী আমল। টানা ৪০ দিন পর্যন্ত এশার নামায শেষ করার পরে ওযু করতে হবে। এরপরে ৪০০ বার নিচের দোয়াটি পড়তে হবে।
উচ্চারণঃ আসতাগফিরুল্লাহাল্লাযি লা-ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, বাদীউস সামওয়াতি ওয়াল আরদী মিন জামিয়ি হুরমি ওয়া জুলমি ওয়া এসরফি আ’লা নাফসি ওয়াআতুবু ইলাইহি।
মনে রাখবেন, ৪০ দিনের মধ্যে যেন একদিনও বাদ না যায়। দোয়াটি পড়ার সময় দুনিয়াবি ভাবনা-চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। এই আমলকারী অত্যন্ত সম্পদশালী হয়।
উৎস: নাফিউল খালায়েক (পৃষ্ঠা নং – ৭৯, ৮০)
আরও পড়ুন: ইসলামে স্বামী-স্ত্রী সহবাসের সম্পূর্ণ নিয়ম ও পদ্ধতি!
দ্রুত ধনী হওয়ার আমল (২)
খুব দারুণ আরেকটি দ্রুত ধনী হওয়ার শক্তিশালী আমল এটি। নিচের দোয়াটি যে ব্যক্তি দিনে ১০০০ বার পাঠ করবে, আল্লাহ্ চাইলে তিনি অবশ্যই অল্প দিনে ধনী হবেন।
তাছাড়া জুম্মার নামাজের পর এই দোয়াটি ৭০ বার পাঠ করলে সপ্তাহান্তেই আপনার আর্থিক অবস্থার পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। দোয়াটি নিম্নরূপ:~
আল্লাহুম্মাকফীনী বি-হালালিকা আন-হারামিকা ওয়াআগনিণী বি-ফাদলিকা আম্মান সিওয়াক” (মিরকাত)
দ্রুত ধনী হওয়ার আমল (৩)
~ সর্বদা ওযু অবস্থায় থাকতে পারলে।
~ গোপনে আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য দান করতে পারলে।
~ হজ্জ্ব করতে পারলে।
যিনি এগুলো মেনে চলতে পারেন তিনি দ্রুত ধনী হন।
ইসলামে দ্রুত ধনী হওয়ার আমল (৪)
সর্বদা গুনাহ মাফ চাইবেন। রাসুল (সাঃ) বলেছেন, গুনাহ মাফ চাইতে থাকা বান্দাকে আল্লাহ কষ্ট থেকে পরিত্রাণ করেন, সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত করেন এবং তার রিযিকের অকল্পনীয় উৎসের সৃষ্টি করেন। [আবূ দাঊদ]
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন), তাওহীদ পাবলিকেশন নাম্বারঃ ১৮৮২, আন্তর্জাতিক নাম্বারঃ ১৮৭৩
ইসলামে দ্রুত ধনী হওয়ার আমল সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হলো। আপনাদের কোন প্রশ্ন কিংবা কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে সেটি বলতে পারেন। Hadithghor এর সাথে থাকুন।আল্লাহ পাক আমাদের সবাইকে দ্রুত ধনী হওয়ার আমল পালন করার তৌফিক দান করুন। আমীন 🤲🏻