আসরের নামাজ কত রাকাত ও কীভাবে পড়তে হয় জানুন!

সুপ্রিয় পাঠক, আসসালামু আলাইকুম। অনেকেই আসরের নামাজ কত রাকাত ও কি কি এবং আসরের নামাজ কিভাবে পড়তে হয় সেই বিষয়ে অবগত নন। তাদের জন্য হাদিস ঘর ডটকম এর আজকের এই আর্টিকেলটি।

পড়ুন:~ স্বামী-স্ত্রী সহবাসের ইসলামিক নিয়ম ও পদ্ধতি!

কেননা আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে আপনি আসর নামাজ কয় রাকাত ও আসর নামাজ পড়ার নিয়ম জানতে পারবেন।

তো আর কথা না বাড়িয়ে চলুন জানি…

আসরের নামাজ কত রাকাত ও কি কি?

আসরের নামাজ ৮ রাকাত। যথাঃ

সুপ্রিয় পাঠক, এবার হয়তো আসরের নামাজ কয় রাকাত ও কি কি সেটার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।

তবে হয়ত অনেকেই জানেননা যে কিভাবে আসরের নামাজ পড়তে হয়। তাদের জন্য নিচে আসরের নামাজ পড়ার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আসরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ম

ধাপ ১ঃ তো আসরের ৪ রাকাত সুন্নত নামাজ শুরু করার জন্য সর্বপ্রথমে ওযু করে জায়নামাজ এর উপর দাঁড়াতে হবে। এবার জায়নামাজের দোয়া পড়বেন। “ইন্নি উয়াজ্জাহতু উয়াজহিয়া লিল্লাজি ফাতারাসসামাওয়াতি উয়াল আরদ্বি হানিফা উয়ামা আনা মিনাল মুশরিকিন“।

ধাপ ২ঃ এবার আপনাকে আসরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত করতে হবে। “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহিতায়ালা আরবা রাকাতাই সালাতি আসরি সুন্নাতু রাসুলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল ক্বাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার” নিয়ত বাঁধতে হবে।

তবে অনেকেই আরবিতে নিয়ত করতে পারে না। তার চাইলে বাংলা ভাষায় আসরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত বাঁধতে পারবেন। এক্ষেত্রে “আমি আসরের চার রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহু আকবর” বলে দুই কাধের উপর (কানের বরাবর) দুই হাতের তালু কাবার দিকে মুখ করে এরপর হাত নাভির নিচে বাঁধতে হবে।

ধাপ ৩ঃ এরপর প্রথম রাকাত সানা পড়ে শুরু করবেন

ধাপ ৪ঃ সূরা ফাতিহা পড়ে যেকোনো সূরা পড়বেন।

ধাপ ৫ঃ এবার আল্লাহু আকবর বলে রুকুতে যাবেন। এবং “সুবাহানা রব্বিয়াল আযীম” তিন, পাঁচ, সাত অথবা নয় বার পড়বেন।

ধাপ ৬ঃ “সামিআল্লাহুলিমন হামিদাহ” বলে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবেন এবং “আল্লাহু আকবার” বলে সিজদায় যাবেন। এরপর তিন, পাঁচ, সাত, অথবা নয় বার সিজদার তাসবিহ্ “সুবাহানা রাব্বিয়াল আ”লা” পড়বেন। তারপর প্রথম সিজদাহ্ শেষ হবার পর সোজা হয়ে বসে আবার একই নিয়মে দ্বিতীয় সিজদাহ্ করবেন

ধাপ ৭ঃ তারপর উঠে সোজা হয়ে দাঁড়িয়ে একই নিয়মে (ধাপ ৪,৫,৬ অনুসরণ) দ্বিতীয় রাকাত আদায় করুন।

ধাপ ৮ঃ দ্বিতীয় রাকাত শেষ হবার পর বসা অবস্থায় তাশাহুদ পড়ুন। এরপর আবার সোজা হয়ে দাঁড়াবেন।

ধাপ ৯ঃ আগের নিয়মে (ধাপ ৪,৫,৬) বাকি দুই রাকাত আদায় করে শেষ বৈঠকে আবার তাশাহুদ এরপর দুরুদ শরীফ তারপর দোআ মাসুরা পড়বেন।

ধাপ ১০ঃ এবার সালাম ফিরিয়ে আসরের দুই রাকাত সুন্নত নামাজ শেষ করবেন।

এভাবে আসরের চার রাকাত সুন্নত নামাজ আদায় করতে হয়।

আসরের চার রাকাত ফরজ নামাজের নিয়ম

ধাপ ১ঃ আসরের ৪ রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য প্রথমে ওযু করে জায়নামাজ এর উপর দাঁড়াবেন। এবার জায়নামাজের দোয়া পড়বেন। “ইন্নি উয়াজ্জাহতু উয়াজহিয়া লিল্লাজি ফাতারাসসামাওয়াতি উয়াল আরদ্বি হানিফা উয়ামা আনা মিনাল মুশরিকিন“।

ধাপ ২ঃ তারপর আপনাকে আসরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত করতে হবে। “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহিতায়ালা আরবা রাকাতাই সালাতি আসরি ফারজুল্লা-হি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল ক্বাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার” বলে নিয়ত করতে হবে।

যদিও অনেকেই আরবিতে নিয়ত করতে পারে না। তাই তার চাইলে বাংলা ভাষায় আসরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত করতে পারবেন। এক্ষেত্রে “আমি আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহু আকবর” বলে দুই কাধের উপর (কানের বরাবর) দুই হাতের তালু কাবার দিকে মুখ করে এরপর হাত নাভির নিচে বাঁধতে হবে।

ধাপ ৩ঃ এরপর প্রথম রাকাত সানা পড়ে শুরু করবেন

ধাপ ৪ঃ সূরা ফাতিহা পড়ে অন্য যেকোনো সূরা মিলাবেন।

ধাপ ৫ঃ এবার আল্লাহু আকবর বলে রুকুতে যাবেন। এবং “সুবাহানা রব্বিয়াল আযীম” তিন, পাঁচ, সাত অথবা নয় বার পড়বেন।

ধাপ ৬ঃ “সামিআল্লাহুলিমন হামিদাহ” বলে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবেন এবং “আল্লাহু আকবার” বলে সিজদায় যাবেন। এরপর তিন, পাঁচ, সাত, কিংবা নয় বার সিজদার তাসবিহ্ “সুবাহানা রাব্বিয়াল আ”লা” পড়বেন। এরপর প্রথম সিজদাহ্ শেষ হবার পর সোজা হয়ে বসে আবার একই নিয়মে দ্বিতীয় সিজদাহ্ করবেন

ধাপ ৭ঃ এরপর উঠে সোজা হয়ে দাঁড়িয়ে একই নিয়মে (ধাপ ৪,৫,৬ অনুসরণ) দ্বিতীয় রাকাত আদায় করুন।

ধাপ ৮ঃ দ্বিতীয় রাকাত শেষ হবার পর বসা অবস্থায় তাশাহুদ পড়ুন

ধাপ ৯ঃ এরপর সোজা হয়ে দাঁড়াবেন। এবার শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে রুকতে যাবেন এবং রুকুর তাসবিহ্ পড়বেন।

সামিআল্লাহুলিমন হামিদাহ” বলে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবেন এবং “আল্লাহু আকবার” বলে সিজদায় যাবেন। এরপর তিন, পাঁচ, সাত, কিংবা নয় বার সিজদার তাসবিহ্ “সুবাহানা রাব্বিয়াল আ”লা” পড়বেন। এরপর প্রথম সিজদাহ্ শেষ হবার পর সোজা হয়ে বসে আবার একই নিয়মে দ্বিতীয় সিজদাহ্ করবেন

ধাপ ১০ঃ এরপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে তৃতীয় রাকাতের মত চতুর্থ রাকাত পড়ে শেষ বৈঠকে আবার তাশাহুদ এরপর দুরুদ শরীফ তারপর দোআ মাসুরা পড়বেন।

ধাপ ১১ঃ এবার সালাম ফিরিয়ে আসরের দুই রাকাত ফরজ নামাজ শেষ করবেন।

 

 

আসর নামাজ সম্পর্কিত প্রশ্নের উত্তর

আসরের নামাজ কয় রাকাত?

আসরের নামাজ ৮ রাকাত যার মধ্যে ৪ রাকাত সুন্নত ও ৪ রাকাত ফরজ।

আসরের নামাজের সময় কখন শুরু হয়?

যোহরের নামাজের সময় শেষ হলেই আসরের নামাজের সময় শুরু হয়।

আসরের শেষ সময় কখন?

আসরের শেষ সময় হল সূর্যাস্তের পর। তবে সূর্যের রং হলুদ হওয়ার আগেই আসর সালাত আদায় করা উচিত।

সর্বশেষ কথা

সুপ্রিয় পাঠক, আজ আমরা জানলাম আসরের নামাজ কত রাকাত এবং তা কিভাবে পড়তে হবে। এই আর্টিকেলটি আপনার উপকার করেছে কি না তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।

এই পোস্ট সম্পর্কিত যেকোনো প্রশ্ন আমাদের জানাতে পারেন। আজকের আর্টিকেলটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন।

ভালো লাগলে শেয়ার করুন:

মন্তব্য করুন:

Scroll to Top