আপন দুই বোনকে বিবাহ করা কি জায়েজ?

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আশা করি ভালো আছেন। আপন দুই বোনকে বিবাহ করা কি জায়েজ?  ইসলাম এই বিষয়ে কি বলে তা আজকে আমরা জানবো।

অবশ্যই না। আপনা দুই বোন এক স্বামীর সংসার করতে পারবে না। কোরআনুল করিমে স্পষ্ট ঘোষণা করা হয়েছে,

‘আর দুই সহোদরাকে একত্র (বিবাহ) করা (হারাম হয়েছে তোমাদের উপর) । তবে অতীতে যা হয়ে গিয়েছে তার কথা ভিন্ন। নিশ্চয়ই আল্লাহ্ ক্ষমাশীল,পরম দয়ালু।’ (সুরা নিসা : আয়াত ২৩)

আরো পড়ুন:~ ইসলামে স্বামী-স্ত্রী সহবাসের সম্পূর্ণ নিয়ম ও পদ্ধতি!

তাহলে দেখা যাচ্ছে কোন স্বামীর অধীনে থাকা স্ত্রীর আপন বোনকে বিয়ে করা সম্পূর্ণ হারাম। আপন দুই বোনকে বিবাহ করা জায়েজ নয় ইসলামে।

আসুন আরো জানি!

ইসলামে ঈমান আনার পূর্বে আপন দুইবোনকে একসাথে বিয়ের ঘটনা ঘটে থাকতে পারে।সেটি হয়তো আল্লাহতাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু এরূপ অবস্থায় ইসলামে প্রবেশ করলে যেকোন একজন স্ত্রীকে অবশ্যই তালাক দিয়ে দিতে হবে। এ প্রসঙ্গে হাদিস রয়েছে।

হজরত ফাইরোজ আদ-দাইলামি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বললাম, আমি এনেছি ঈমান অথচ দুই আপন বোন রয়েছে আমার স্ত্রী হিসেবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, ‘তুমি তাদের মধ্য থেকে যেকোনো একজনকে তালাক দিয়ে দাও।’ (ইবনে মাজাহ)

ভিন্ন ভিন্ন আকদে যদি দুই বোনকে বিয়ে করাহয় তাহলে পরের বিয়ে গণ্য হবে ফাসেদ হিসেবে। (ফতোয়া হিন্দিয়া, ১/২৭৭)

তবে স্ত্রীর সাথে তালাক হয়ে গেলে কিংবা স্ত্রী মারা গেলে ইদ্দতের পরে তার আপন বোনকে বিয়ে করতে পারবেন।

এখন আশা করি আপন দুই বোনকে বিবাহ করাটা কেমন হবে তা বুঝতে পেরেছেন। প্রিয় ভাই, আল্লাহ্‌র ধরা খুব কঠিন। কামের ফাদে কিংবা লালসায় অনেকে নিজ স্ত্রীর আপন বোনকে বিয়ে করে ফেলেন যা অত্যন্ত গর্হিত কাজ। আপনি গোপনেও এরকম কাজ করলে দ্রুত তওবা করে নিন। নিষিদ্ধ সম্পর্কে বিবাহ কখনো সঠিক নয় এবং তা ব্যাভিচার হিসেবে ধরা হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এমন জঘন্য কার্য থেকে বিরত রাখুন সর্বদা। আমিন🤲🏻

আপন দুই বোনকে বিবাহ জায়েজ কিনা? এটা নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করি বুঝতে পেরেছেন।

আপনাদের কোন প্রশ্ন কিংবা কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে সেটি বলতে পারেন। Hadithghor এর সাথে।

ভালো লাগলে শেয়ার করুন:

মন্তব্য করুন:

Scroll to Top